menu-iconlogo
logo

ভবেতে আসিলাম

logo
avatar
Evalogo
randy13209logo
Sing in App
Lyrics
ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

ভজিলাম না মাতা পিতা রে মন আমার

মানবও জনমও বৃথা রে মন আমার

মানব জনমও বৃথা...

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

ভজিলাম না মাতা পিতা রে মন আমার

মানব জনমও বৃথা রে মন আমার

মানব জনমও বৃথা...

জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে

অগাধ জলে ভেসে যায়.....

জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে

অগাধ জলে ভেসে যায়......

বিষয়ও বাসনায় মায়ারও কামনায়

বিষয়ও বাসনায় মায়ারও কামনায়

ভজিতে পারিনা তোমায় রে মন আমার

মনব জনমও বৃথা রে মন আমার

মনব জনমও বৃথা...

গানটা ওসি করলে প্লিজ আমার

ইনবক্সে দিবেন গানের শেষে

একটা লাইক দিতে ভুলবেননা

জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইতো ভবে

চেয়ে দেখো দুনিয়ায়....

জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইতো ভবে

চেয়ে দেখো দুনিয়ায়....

দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে

দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে

আনন্দে দয়ালের গান গাই রে মন আমার

মানব জনমও বৃথা রে মন আমার

মনব জনমও বৃথা

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

ভজিলাম না মাতা পিতা রে মন আমার

মানবও জনমও বৃথা রে মন আমার

মানব জনমও বৃথা...

ভবেতে আসিলাম by Eva - Lyrics & Covers