[ti: বাংলার বাউল]
[00:01.34]মিলন হবে কত দিনে
[00:06.44]মিলন হবে কত দিনে
[00:12.10]আমার মনের মানুষের সনে
[00:17.56]আমার মনের মানুষের সনে
[00:22.56]মিলন হবে কত দিনে
[00:29.15]মিলন হবে কত দিনে
[00:32.55]আমার মনের মানুষের সনে
[00:36.95]আমার মনের মানুষের সনে
[00:44.88]মিলন হবে কত দিনে
[00:48.12]মিলন হবে কত দিনে
[00:51.42]আমার মনের মানুষের সনে
[00:55.59]আমার মনের মানুষের সনে
[01:06.21]চাতক প্রায় অহর্নিশি
[01:10.64]চেয়ে আছে কালো শশী
[01:15.21]চাতক প্রায় অহর্নিশি
[01:20.83]চেয়ে আছে কালো শশী
[01:25.13]হব বলে চরণদাসী
[01:30.58]হব বলে চরণদাসী
[01:34.85]ও তা হয় না কপালগুণে
[01:38.12]ও তা হয় না কপালগুণে
[01:43.62]আমার মনের মানুষের সনে
[01:48.22]আমার মনের মানুষের সনে
[02:15.51]মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
[02:19.35]লুকালে না পায় অন্বেষণ
[02:23.43]মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
[02:28.95]লুকালে না পায় অন্বেষণ
[02:32.49]কালারে হারায়ে তেমন
[02:37.77]কালারে হারায়ে তেমন
[02:42.81]ঐ রূপ হেরি এ দর্পণে
[02:44.61]ঐ রূপ হেরি এ দর্পণে
[02:48.63]আমার মনের মানুষের সনে
[02:52.92]আমার মনের মানুষের সনে
[03:18.56]যখন ও রূপ স্মরণ হয়
[03:23.23]থাকে না লোকলজ্জার ভয়
[03:27.53]যখন ও রূপ স্মরণ হয়
[03:31.53]থাকে না লোকলজ্জার ভয়
[03:35.68]লালন ফকির ভেবে বলে সদাই
[03:40.13]লালন ফকির ভেবে বলে সদাই
[03:43.67]প্রেম যে করে সে জানে
[03:46.90]ঐ প্রেম যে করে সে জানে
[03:50.15]আমার মনের মানুষের সনে
[03:54.25]আমার মনের মানুষের সনে
[03:58.46]মিলন হবে কত দিনে
[04:01.61]মিলন হবে কত দিনে
[04:05.98]মিলন হবে কত দিনে
[04:06.73]আমার মনের মানুষের সনে
[04:09.92]আমার মনের মানুষের সনে
[04:12.00]আমার মনের মানুষের সনে