menu-iconlogo
huatong
huatong
fazlur-rahmna-babu-barir-pashe-modhumoti-cover-image

বাড়ির পাশে মধুমতি Barir Pashe Modhumoti

Fazlur Rahmna Babuhuatong
shelleydwyerhuatong
Lyrics
Recordings
বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

ভাদ্র মাসের আকাশেতে,

সাদা মেঘের ভেলা,

কোথায় রইলা প্রান বন্ধুয়া,

রাখিয়া একেলা...

ভাদ্র মাসের আকাশেতে,

সাদা মেঘের ভেলা,

কোথায় রইলা প্রান বন্ধুয়া,

রাখিয়া একেলা...

কষ্টে কাটে দিন রজনী,

বুকে ব্যাথার ডেউরে...

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

চৈত্র মাসের মাটির,

বুকে লাগে দারুন খরা...

বন্ধু বিনে আমার জীবন,

প্রান থাকিতেও মরা,

চৈত্র মাসের মাটির,

বুকে লাগে দারুন খরা...

বন্ধু বিনে আমার জীবন,

প্রান থাকিতেও মরা,

সব কথা কি যাইরে বলা...

আমি ভালো নাইরে...

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতী,

পুবাল হাওয়া বয়রে.

বন্ধু মনে রং লাগাইয়া,

প্রানে দিলো জালারে,

বাড়ির পাশে মধুমতি,

More From Fazlur Rahmna Babu

See alllogo

You May Like