menu-iconlogo
huatong
huatong
avatar

তুই যদি আমার হইতি রে ও বন্ধু

Ferdous Wahidhuatong
phycohenhuatong
Lyrics
Recordings
তুই যদি আমার হইতি রে

ও বন্ধু,আমি হইতাম তোর..

কোলেতে বসাইয়া তোরে

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে..,

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু,তুই যদি আমার হইতি রে

গাছের বল হয় শিকড় বাকড়.

মাছের বল হয় পানি..

গাছের বল হয় শিকড় বাকড়.

মাছের বল হয় পানি..

তুমি আমার শীতরও কাঁথা

তুমি আমার শীতরও কাঁথা

উদলা ঘরের ছাওনি রে...

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু.তুই যদি আমার হইতি রে

তাল গাছের ওই আগায় রে বাবুই

বানাই চিকন বাসা...

তাল গাছের ওই আগায় রে বাবুই

বানাই চিকন বাসা...

বাতাস আইলে রঙে রে দোলে

বাতাস আইলে রঙে রে দোলে

আমার নাই সে আশা রে...

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু.তুই যদি আমার হইতি রে

বরই গাছে নাইরে বরই

খুটা কেনে নাড়ো...

বরই গাছে নাইরে বরই

খুটা কেনে নাড়ো...

তোমার সাথে হয় নাই পিরিত

তোমার সাথে হয় নাই পিরিত

আঁখি কেনে ঠারো রে....এ

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু,আমি হইতাম তোর...

কোলেতে বসাইয়া তোরে

কোলেতে বসাইয়া তোরে

করিতাম আদর রে....এ

তুই যদি আমার হইতি রে

ও বন্ধু.তুই যদি আমার হইতি রে.

একটা লাইক দিবেন

ধন্যবাদ সবাইকে

More From Ferdous Wahid

See alllogo

You May Like