menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Ki Go Shesh Daan

Firoza Begumhuatong
sidelephanthuatong
Lyrics
Recordings
এই কি গো শেষ দান

এই কি গো শেষ দান

বিরহ দিয়ে গেলে

এই কি গো শেষ দান

মোর আরও কথা

আরও কথা ছিল বাকি

আরও প্রেম, আরও গান

এই কি গো শেষ দান

বিরহ দিয়ে গেলে

এই কি গো শেষ দান

ক্ষণিকের মালাখানি

তবে কেন দিয়েছিলে আনি

কেন হয়েছিল শুরু

হবে যদি অবসান

এই কি গো শেষ দান

বিরহ দিয়ে গেলে

এই কি গো শেষ দান

যে পথে গিয়াছ তুমি

আজ সেই পথে হায়

আমার ভুবন হতে

বসন্ত চলে যায়

যে পথে গিয়াছ তুমি

আজ সেই পথে হায়

আমার ভুবন হতে

বসন্ত চলে যায়

হারানো দিনের লাগি

প্রেম তবু রহে জাগি

নয়নে দুলিয়া ওঠে

হৃদয়ের অভিমান

এই কি গো শেষ দান

বিরহ দিয়ে গেলে

এই কি গো শেষ দান

এই কি গো শেষ দান

এই কি গো শেষ দান

More From Firoza Begum

See alllogo

You May Like