menu-iconlogo
huatong
huatong
fossils-janla-cover-image

Janla

Fossilshuatong
nfillionhuatong
Lyrics
Recordings
তোমার বনেদিয়ানায়

যত নিষেধ আর মানায়

আর মেকি বাহানায়

আমি আটকে যাচ্ছি রোজ

ভালবাসবার এ গরজ

আজ বেড়া ভাঙতে চায়

তোমার বনেদিয়ানায়

যত নিষেধ আর মানায়

আর মেকি বাহানায়

আমি আটকে যাচ্ছি রোজ

ভালবাসবার এ গরজ

আজ বেড়া ভাঙতে চায়

হাতে তুলে নাও রিমোট

আর ভুলে যাও গুমোট

হাতে তুলে নাও রিমোট

আর ভুলে যাও গুমোট

দিন বদলের হাওয়ায় (বদলের হাওয়ায়)

সেই হাওয়া পাঠায় ডাক

হাওয়া তোমায় ছুঁয়ে যাক

একটা গানের অছিলায়

নতুন গানের অছিলায়

জানলা খুলে দাও

বাইরে তাকাও

যে ডাকে তোমাকে

তাকে আপন করে নাও

জানলা খুলে দাও

তোমার ব্যাকডেটেড কুয়োর

সব হারানোর জুয়োর

সময় ভেঙেছে দুয়োর

এটা এক ক্রিটিকাল মোড়

প্লিজ প্লিজ ডোন্ট বি আ বোর

শোনো জীবন চাইছে মোর

ছুঁয়ে যাও আমার গিটার

শোনো শব্দে সুরে তার

ছুঁয়ে যাও আমার গিটার

শোনো শব্দে সুরে তার

রাখা অজস্র আদর, সহস্র আদর

সেই আদর তোমার হোক

দ্যাখো বলছে সূর্যালোক

এটা অন্য গানের ভোর

হ্যাঁ, এটাই অন্য গানের ভোর

জানলা খুলে দাও

বাইরে তাকাও

যে ডাকে তোমাকে

তাকে আপন করে নাও

জানলা খুলে দাও

More From Fossils

See alllogo

You May Like