গানঃ ও বৃষ্টির পানিরে
১ম পার্ট মেয়ে?
২য় পার্ট ছেলে ?♂️
চয়েস বাই
? ও বৃষ্টির পানিরে,কি হয়না জানিরে..
কেনো ভেজালি রে তুই অঙ্গ
ওতো,চেয়ে চেয়ে,
দেখবে আমার,রূপের রঙ্গ
ওতো,চেয়ে চেয়ে,
দেখবে আমার,রূপের রঙ্গ
?♂️ কি সুন্দর বৃষ্টিরে,তুই বড় মিষ্টিরে
অঝোড় ধারায় ঝড়ে পরনা
ও তার,অঙ্গ ছুয়ে,
লজ্জা রাঙা,আরো করনা
ও তার,অঙ্গ ছুয়ে,
লজ্জা রাঙা,আরো করনা..
? আমার এ অঙ্গে,আগুন আছে..
আছে যে বিদুৎ,বজ্রপাত
আমার এ অঙ্গে আগুন আছে
আছে যে বিদুৎ বজ্রপাত..
?♂️ তবুও সুখের,মরণ হবে,
ছাড়বোনা,ছাড়বোনা হাত
? এ মনটা,চায় তোমারি সঙ্গ হো হো হো
ও বৃষ্টির পানিরে,কি হয়না জানিরে
কেনো ভেজালিরে তুই অঙ্গ
ও তো চেয়ে চেয়ে,
দেখবে আমার,রূপর রঙ্গ.
ও তো চেয়ে চেয়ে,
দেখবে আমার,রূপর রঙ্গ
? এতোটা কাছে,এসোনা গো..
বিপদ হবে,বন্ধু আজ,
এতোটা কাছে এসোনা গো
বিপদ হবে বন্ধু আজ..
?♂️ বিপদ থেকে,উদ্ধার করা,
সুন্দরি গো,তোমার কাজ..
? এ বুকে প্রেমেরি তরঙ্গ ও ও হো...
ও বৃষ্টির পানিরে,কি হয়না জানিরে
কেনো ভেজালিরে তুই অঙ্গ..
ও তো চেয়ে চেয়ে,
দেখবে আমার রূপের রঙ্গ..
ও তো চেয়ে চেয়ে,
দেখবে আমার রূপের রঙ্গ...
?♂️ কি সুন্দর বৃষ্টিরে,তুই বড় মিষ্টিরে...
অঝোড় ধারায় ঝড়ে পরনা..
ও তার অঙ্গ ছুয়ে,
লজ্জা রাঙা আরো করনা..
ও তার অঙ্গ ছুয়ে
লজ্জা রাঙা আরো করনা..