menu-iconlogo
huatong
huatong
avatar

Nitol Paye

Fuad/Rajibhuatong
aer2321huatong
Lyrics
Recordings
মন ভাবে তারে,

এই মেঘলা দিনে ।

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে ।।

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে ।

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে ।।

তার রুমঝুম নুপুরের সাজে,

বাতাসে জেন মৃদু সুবাসে ।

নিটল পায়ে রিনিক ঝিনিক,

পায়েলখানি বাজে... ।

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে... ।।

নিটল পায়ে রিনিক ঝিনিক,

পায়েলখানি বাজে... ।

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে... ।।

চাঁদের অধরে যেন,

তোমার হাসির মাঝে,

সোনালী আবেশে তবে, সাগর ধারে ।

হৃদয়ের মাঝে কবে,

বেধে ছিলে বাঁধন ।

ভালোবাসা তবে কেন ।

মনের ওগোচরে ।

(তুমি কি আমার বন্ধু,

আজও কেন বো ঝ নি ।

তুমি কি আমার বন্ধু,

কেন ভালোবাসনি ।)

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে ।

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে ।।

মন ভাবে তারে,

এই মেঘলা দিনে ।

শীতল কুয়াশাতে,

তার স্পর্শে ।।

তার রুমঝুম নুপুরের সাজে,

বাতাসে জেন মৃদু সুবাসে ।

নিটল পায়ে রিনিক ঝিনিক,

পায়েলখানি বাজে... ।

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে... ।।

নিটল পায়ে রিনিক ঝিনিক,

পায়েলখানি বাজে... ।

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে... ।।

নিটল পায়ে রিনিক ঝিনিক,

পায়েলখানি বাজে... ।

মাদল বাজে সেই সঙ্গেতে

শ্যামা মেয়ে নাচে... ।।

More From Fuad/Rajib

See alllogo

You May Like