আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএএএ 
আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএএএ 
  এতদিনের ভালোবাসা ভাঙ্গিলে একদিনে 
আহারে নিদয়া পাষাণ এই ছিল তোর মনে 
তুই আমারও পরান পাখি আদরের টিয়া 
কথা ছিল তোরে আমি কইয়া লমু বিয়া 
এতদিনের ভালোবাসা ভাঙ্গিলে একদিনে 
আহারে নিদয়া পাষাণ এই ছিল তোর মনে 
তুই আমার পরান পাখি আদরের টিয়া 
কথা ছিল তোরে আমি কইরা লইমু বিয়া 
আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএ 
সুখের ঘরে দুখের আগুন জালাইয়া দিলি 
আমিযে তোর আপন মানুষ কেমনে পর করিলি 
অল্প বয়সে প্রেম করিয়া কইরছি যে ভুল 
সেই ভুলের কারণে আমার গেল জাতি কুল 
সুখের ঘরে দুঃখের আগুন জালাইয়া দিলি 
আমিযে তোর আপন মানুষ কেমনে পর করিলি 
অল্প বয়সে প্রেম করিয়া করিয়াছি ভুল 
সেই ভুলের কারণে আমার গেল জাতি কুল 
আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএ 
  টাকা পয়সা সোনাদানায় কোন শান্তি নাই 
মনের শান্তি না থাকিলে সবই হবে ছাই 
এই দুনিয়ায় বেঁচে আছি জাহারি আশায় 
আমায় ছাইরা সেই মেয়েটি পরের বাড়ি যায় 
টাকা পয়সা সোনাদানায় কোন শান্তি নাই 
মনের শান্তি না থাকিলে সবই হবে ছাই 
এই দুনিয়ায় বেঁচে আছি জাহারি আশায় 
আমায় ছাইরা সেই মেয়েটি পরে বাড়ি যায় 
আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএ 
আমার ময়নায় গোসা কইরাছে রে 
আমার ময়নায় গোসা কইরাছে 
গোসা কইরা পরের ঘরে ময়না 
বউ হইয়াছে এএএএএএএএএএ