menu-iconlogo
huatong
huatong
avatar

Neshar Nouka 4

Gogon Sakibhuatong
natoyahanson2007huatong
Lyrics
Recordings
হাতে আমার নেশার বোতল

চক্ষু দুইটা লাল

কার ঠোঁটের আজ পরশ পাইয়া

হয় প্রিয়ার সকাল

হাতে আমার নেশার বোতল

চক্ষু দুইটা লাল

কার ঠোঁটের আজ পরশ পাইয়া

হয় প্রিয়ার সকাল

ঘরটা আমার ধোঁয়ায় ভরা

বিষাক্ত এক ঘ্রাণ

ধোয়ার সাথে হয়নি আড়ি

হয়না অভিমান

আইজ আবেগ দিয়া নেশার নৌকায়

পাঙ্খা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে

পাড়ি জমাইছি!

আইজ আবেগ দিয়া নেশার নৌকায়

পাঙ্খা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে

পাড়ি জমাইছি!

পরিবেশ সুন্দর রাখুন

আমরা সবাই বন্ধু গ্রুপ

দিয়াশিলাই আর গাঁজার ঠোংগা

আমার বিছানায়

কালো সাদা ধোঁয়ায় এখন

হাসায় আর কাঁদায়

দিয়াশিলাই আর গাঁজার ঠোংগা

আমার বিছানায়

কালো সাদা ধোঁয়ায় এখন

হাসায় আর কাঁদায়

রোজ সৃতি গুলা নারে কড়া

মনেরও দরজায়

বন্ধ ঘরে কেউ শুনে না

বুক ফাটা চিৎকার

আইজ আবেগ দিয়া নেশার নৌকায়

পাঙ্খা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে

পাড়ি জমাইছি!

আইজ আবেগ দিয়া নেশার নৌকায়

পাঙ্খা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে

পাড়ি জমাইছি!

আইজ আবেগ দিয়া নেশার নৌকায়

পাঙ্খা লাগাইছি

মাতাল হইয়া প্রিয়ার খোঁজে

পাড়ি জমাইছি!

More From Gogon Sakib

See alllogo

You May Like

Neshar Nouka 4 by Gogon Sakib - Lyrics & Covers