দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
~~~Music~~~
Follow me on Facebook & Instagram
goutaminghpurulia
আমার এ প্রেম হলো পরশমনি
সবই যে সোনা হয় ছুঁই যখনি।
দূর থেকে যত দূরে যাই না চলে
সোনার শকুন্তলা বুকে পেতাম আমি।
আমার এ প্রেম হলো পরশমনি
সবই যে সোনা হয় ছুঁই যখনি।
দূর থেকে যত দূরে যাই না চলে
সোনার শকুন্তলা বুকে পেতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
~~~Music~~~
Follow me on Twitter
goutaminghprl
সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে
ছন্দে তালেতে আর গানের সুরে।
নয়নে দেখা নয় নাই বা হতো
প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি।
সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে
ছন্দে তালেতে আর গানের সুরে।
নয়নে দেখা নয় নাই বা হতো
প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
দুষ্মন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে
যেতাম না কখনো যে তাকে ভুলে।
~~~Thank You~~~