Song: ও দশভূজা তুমি আমার হও যে ঠাকুমা, নয়তো দিদিমা
আমার বাবা মা
তোমায় ডাকে মা
আমার বাবা মা
তোমায় ডাকে মা
ও দশভূজা তুমি আমার
হও যে ঠাকুমা
নয়তো দিদিমা
হো আমার বাবা মা
তোমায় ডাকে মা
আমার বাবা মা
তোমায় ডাকে মা ।
ও দশভূজা তুমি আমার
হও যে ঠাকুমা
নয়তো দিদিমা ।।
তবু কেন তোমায় শুধু
ডাকতে যে হয় মা ?
কেন বলো না ?
? Music ?
Follow me on Facebook
goutamsinghpurulia
তোমার দুটি মেয়ে
লক্ষ্মী সরস্বতী ।
তুমি যদি মা তাহলে
ওরা আমার দিদি ।।
তোমার দুটি মেয়ে
লক্ষ্মী সরস্বতী ।
তুমি যদি মা তাহলে
ওরা আমার দিদি ।।
তবু কেন তাদের আমায়
ডাকতে যে হয় মা ?
কেন বলো না ?
আমার বাবা মা
তোমায় ডাকে মা ।
আমার বাবা মা
তোমায় ডাকে মা ।।
ও দশভূজা তুমি আমার
হও যে ঠাকুমা
নয়তো দিদিমা ।।
? Music ?
Follow me on Instagram
goutamsinghpurulia
তোমার দুটি ছেলে
গনেশ ও কার্তিক ।
তোমাকে মা ডাকলে
ওদের দাদা বলাই ঠিক ।।
ও তোমার দুটি ছেলে
গনেশ ও কার্তিক ।
তোমাকে মা ডাকলে
ওদের দাদা বলাই ঠিক ।।
বাবা বলেই ডাকি
তবু দাদা বলি না ।
কেন বলো না ?
আমার বাবা মা
তোমায় ডাকে মা ।
আমার বাবা মা
তোমায় ডাকে মা ।।
ও দশভূজা তুমি আমার
হও যে ঠাকুমা ।
নয়তো দিদিমা ।।
? Music ?
Follow me on Twitter
goutamsinghprl
আমার শিশু মন
যায়নি হারিয়ে।
অবুঝ মনের প্রশ্ন
তোমায় দিলাম জানিয়ে।।
আমার শিশু মন
যায়নি হারিয়ে।
অবুঝ মনের প্রশ্ন
তোমায় দিলাম জানিয়ে।।
ক্ষমা করো আমায় তুমি
ভুল বুঝোনা মা ।
আমায় ভুলো না ।।
আমার বাবা মা
তোমায় ডাকুক মা
আমার বাবা মা
তোমায় ডাকুক মা
ও দশভূজা তুমি আমার
নও তো ঠাকুমা
নওতো দিদিমা ।।
মনের থেকে ভক্তি ভরে
তোমায় ডাকি মা
জয় দুর্গা মা।।
ও আমার বাবা মা
তোমায় ডাকুক মা
আমার বাবা মা
তোমায় ডাকুক মা
ও বিশ্বমাতা জীব জগতে
তুমি সবার মা
আমারও তো মা
মজা রে সব প্রশ্ন
সেও তোমার মহিমা
জয় দুর্গা মা
তুমি আমার মা
জয় দুর্গা মা
তুমি আমার মা
জয় দুর্গা মা
¥¥¥ ধন্যবাদ ¥¥¥