M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
ওরে সোনা বেবী, বল কবে আমার হবি?
টুকু সময় করে, বল কবে দেখা করবি?
ওরে সোনা বেবী, বল কবে আমার হবি?
টুকু সময় করে, বল কবে দেখা করবি?
ওয়েটিংয়ে থাকব, তর করব ইন্তেজার…….
ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
F. রাগ দেখালে করব কি? আমার কথা ভাব
ঘনে ঘনে রাগ দেখাটা তরেই স্বভাব
রাগ দেখালে করব কি? আমার কথা ভাব
ঘনে ঘনে রাগ দেখাটা তরেই স্বভাব
সময় নাই হছে, বুঝার চেষ্টা কর একটিবার…….
তুই আমার কানেরই দুল, গলার হার
তকে ভাবছি রে বারবার…….
M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
M. রহিতে নাই পারি রে, বুঝে না এই মন
তকে দেখার পরে রে ঘুম গেল উড়ে রে
ঘুম গেল উড়ে…..
রহিতে নাই পারি রে, বুঝে না এই মন
তকে দেখার পরে রে ঘুম গেল উড়ে রে
ঘুম গেল উড়ে…..
রাতে দিনে দেখি তোর স্বপন……….
রাতে দিনে দেখি তোর স্বপন…….
F. কি মোহিনী দিলি রে দিবানী হয়ে গেলি
প্রেম জাগার মানে তুই, বিঁধলি পরানে রে
বিঁধলি পরানে……..
তর আমি হলি পাগলি………
তর প্রেমে পাগল হলি…….
M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
F. তুই আমার কানেরই দুল, গলার হার
তকে ভাবছি রে বারবার…….
M. ভালো যখন বাসেছি, তকে রে সজনি
তর দিবানা আমি রে, হায় রে চাঁদ বদনী রে
হায়রে চাঁদ বদনী……….
ভালো যখন বাসেছি, তকে রে সজনি
তর দিবানা আমি রে, হায় রে চাঁদ বদনী রে
হায়রে চাঁদ বদনী……….
তকেই হামার জীবন মানি………..
তকেই হামার আপন জানি………
F. বুঝতে আমি পারেছি, সব কথা তর
ওরে আমার জান তুই করিসনা অভিমান রে
করিসনা অভিমান……
ভরসা আছে সন্দীপের উপর……
ভরসা আছে সন্দীপের উপর……
M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
F. তুই আমার কানেরই দুল, গলার হার
তকে ভাবছি রে বারবার…….
M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….
F. তুই আমার কানেরই দুল, গলার হার
তকে ভাবছি রে বারবার…….
M. ও আমার কুলফি রানী চকোবার,
তকে ভাবছি রে বারবার…….