ছেলে: আসমানের যাইও না রে বন্ধু..,
ধরতে পারবো না,
তোমায়,পাতালে যাইও নারে বন্ধু..,
ছুঁইতে পারবো না,তোমায়,
মেয়ে:আসমানের যাইও না রে বন্ধু
ধরতে পারবো না,
তোমায়,পাতালে যাইও না রে বন্ধু..,
ছুঁইতে পারবো না,
ছেলে:তুমি..বুকের ভিতর রই ও রে বন্ধু..,
বুকের ভিতর রইও
অন্তরে অন্ত..র মিশাইয়া
পিরিতের গান গাইও..,
মেয়ে: তুমি বুকের ভিতর রই ও রে বন্ধু..,
বুকের ভিতর রইও,
অন্তরে অন্ত..র মিশাইয়া,
পিরিতের গান গাইও..,
ছেলে: ও.ও বন্ধু রে..এ এ এ,
দূর আকাশে চাঁন্দের পাশে..,
ঝলমল করে তাঁরা..,
আমার কেউ আর নাইরে বন্ধু..
কেবল তুমি ছাড়া..,
মেয়ে: ও.ও বন্ধু রে..এ এ এ,
দূর আকাশে চাঁন্দের পাশে..,
ঝলমল করে তাঁরা..,
আমার কেউ আর নাইরে বন্ধু..
কেবল তুমি ছাড়া
তুমি,বুকের ভিতর রইও রে বন্ধু,
বুকের ভিতর রইও..,
অন্তরে অন্ত..র মিশাইয়া
পিরিতের গান গাইও,
ছেলে:তুমি,বুকের ভিতর রইও রে বন্ধু..
ছাড়িয়া না যাইও..
অন্তরে অন্তর মিশাইয়া
পিরিতের গান গাইও..,
মেয়ে: ও.ও বন্ধু রে..এ এ এ,
এক জনমে ভাঙ যদি..
পিরিতের বন্ধন,
একূল ওকূল দুই কূলেতে..
সার হইব কান্দন,
ছেলে: ও.ও বন্ধু রে..এ এ এ,
এক জনমে ভাঙ যদি..
পিরিতের বন্ধ...ন,
একূল ওকূল দুই কূলেতে,
সার হইব কান্দন
তুমি,দাগা দিবাই চাই ও রে বন্ধু.,
দাগা দিবাই চাইও..,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরিতের গান গাইও..
মেয়ে: তুমি,দাগা দিবাই চাই ওরে বন্ধু
দাগা দিবাই চাইও..,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরিতের গান গাইও..
ছেলে: আসমানে যাইও না রে বন্ধু,
ধরতে পারবো না,তোমায়,
মেয়ে: পাতালে যাইও না রে বন্ধু
ছুঁইতে পারবো না..,