menu-iconlogo
huatong
huatong
habib-wahidnancy--cover-image

পৃথিবীর যত সুখ যত ভালবাসা

Habib Wahid/Nancyhuatong
my5tikaljokerhuatong
Lyrics
Recordings
পৃথিবীর যত সুখ যত ভালবাসা

সবই যে তোমায় দেব একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাক

পৃথিবীর যত সুখ যত ভালবাসা

সবই যে তোমায় দেব একটাই আশা..

তুমি ভুলে যেও না আমাকে...

আমি ভালবাসি তোমাকে

ভাবিনি কখনো এ হৃদয়ে রাঙানো

ভালবাসা দেবে তুমি

দুয়ারে দাঁড়িয়ে দু'বাহু বাড়িয়ে

সুখেতে জড়াব আমি

সেই সুখেরই ভেলায়..

ভেসে স্বপ্ন ডানা মেলব হেসে

এক পলকে পৌঁছে যাব রুপকথারই দেশে

তুমি ভুলে যেও না আমাকে...

আমি ভালবাসি তোমাকে

আমি ভালবাসি তোমাকে

রয়েছে এখনো এ বুকে লুকানো

রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে

মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে

যতনে রেখ গো তুমি

সেই মেঘেরই আঁচল এনে

আমায় তুমি নাও গো টেনে

রং তুলিতে আঁকব ঘর

রুপ কুমারীর দেশে

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

আমি ভালবাসি তোমাকে

পৃথিবীর যত সুখ যত ভালবাসা

সবই যে তোমায় দেব একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে

More From Habib Wahid/Nancy

See alllogo

You May Like