menu-iconlogo
huatong
huatong
avatar

থাকো বন্ধু তুমি আমার বুকে মিলু+ডলি

Hafiz Uddinhuatong
❤⃝🕊HAFIZ-UDIN2❤⃝🕊𝐂🎻Shuatong
Lyrics
Recordings
মেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

কথা ও সুর আহম্মেদ ইমতিয়াজ বুলবুল

মেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

আজ শুধু ভালো বাসাবাসি

কোন কথা হবে না তো মুখে।

ছেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

আজ শুধু ভালো বাসাবাসি

কোন কথা হবে না তো মুখে।

মেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

⃝?চেনা ? সুর ⃝?

?Uploded by?

⃝?HAFIZ-UDDIN ⃝?শ

মেঃ প্রেমেরই আগুন, এমনি আগুন

নিভানো তারে,বড় দায়,হায়

ছেঃ এই আগুনে, পুড়ে মরতে

সুন্দরী এ,মন যে চায়

মেঃ তুমি থেকো বন্ধু, পাশে আমার

থেকো বন্ধু আমার, সুখে দুঃখে।

ছেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

⃝?চেনা ? সুর ⃝?

?Uploded by?

⃝?HAFIZ-UDDIN ⃝?শ

মেঃ কি যে হবে, বন্ধু আজকে

প্রেমে পাগল,দুটি মন,হায়

ছেঃ আজকে আমরা, খুঁজে পেলাম

প্রেমও রসের. বৃন্দাবন

মেঃ তুমি দূরে গেলে মনে রেখো

মনে রেখো মরবো ধুকে ধুকে।

ছেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

মেঃ আজ শুধু ভালো বাসাবাসি

কোন কথা হবে না তো মুখে।

ছেঃ ও থাকো, বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে

মেঃ থাকো বন্ধু তুমি আমার বুকে

আজ মরব দুজন প্রেমের সুখে।

More From Hafiz Uddin

See alllogo

You May Like

থাকো বন্ধু তুমি আমার বুকে মিলু+ডলি by Hafiz Uddin - Lyrics & Covers