menu-iconlogo
huatong
huatong
avatar

যেতে দাও নদী হয়ে Jete Dao Nadi Hoye

Haimanti Suklahuatong
ONGKUR🌱huatong
Lyrics
Recordings
Jete Dao Nadi Hoye

Haimanti Sukla

OSS Presents (Starmaker)

==================

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

পরে থাক তরুশাঁখে বাঁধা ঝুলনা কথা বলোনা

শুধু চুপ নিশ্চুপ শান্ত সমাহিত

বোবা কান্নার মতো কিছু বেদনা

ফুল হয়ে ঝড়ে যাক

তারে তুলে নিয়ে আর মালা গেথোনা

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

তোমাকে চেয়েছি কত কামনা ছিলগো যত

আজ বলাকার মতো দূর আকাশে

গেলো সে ভেসে আর তারে ডেকো না

তোমাকে চেয়েছি কত কামনা ছিলগো যত

আজ বলাকার মতো দূর আকাশে

গেলো সে ভেসে আর তারে ডেকো না

শুধু চুপ নিশ্চুপ শান্ত সমাহিত

বোবা কান্নার মতো কিছু বেদনা

ফুল হয়ে ঝড়ে যাক

তারে তুলে নিয়ে আর মালা গেথোনা

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

পরে থাক তরুশাঁখে বাঁধা ঝুলনা কথা বলোনা

সজল কাজল দিনে মরমেরও কানে কানে

যে গান ছিলে শুনে আজ তা মনে নাই

হলো অজানা তারে ভুলো স্বজনা

সজল কাজল দিনে মরমেরও কানে কানে

যে গান ছিলে শুনে আজ তা মনে নাই

হলো অজানা তারে ভুলো স্বজনা

শুধু চুপ নিশ্চুপ শান্ত সমাহিত

বোবা কান্নার মতো কিছু বেদনা

ফুল হয়ে ঝড়ে যাক

তারে তুলে নিয়ে আর মালা গেথোনা

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

পরে থাক তরুশাঁখে বাঁধা ঝুলনা কথা বলোনা

আগুনের শিখা ছিলো প্রদীপও সাজানো ছিলো

জ্বলারই আগে নিভে গেলো সে আলো

আর লাগেনা ভালো মনে তারে রেখো না

আগুনের শিখা ছিলো প্রদীপও সাজানো ছিলো

জ্বলারই আগে নিভে গেলো সে আলো

আর লাগেনা ভালো মনে তারে রেখো না

শুধু চুপ নিশ্চুপ শান্ত সমাহিত

বোবা কান্নার মতো কিছু বেদনা

ফুল হয়ে ঝড়ে যাক

তারে তুলে নিয়ে আর মালা গেথোনা

যেতে দাও নদী হয়ে

গৌণ জোছনায় দূর অজানায়

পরে থাক তরুশাঁখে বাঁধা ঝুলনা কথা বলোনা

More From Haimanti Sukla

See alllogo

You May Like