আমি দেখতে লালে লাল
উহ উহ ইস আহ,উহ উহ ঝাল
আমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
আমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
একবার তুই খাইলে ঝালের মজা
পাইলে আসবে রে আবার কাল
তুমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
তুমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
একবার কেউ খাইলে ঝালের মজা
পাইলে আসবে রে আবার কাল
আমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের উহ উহ, ঝাল
মনের মরিচ ডুবিয়ে দিবাে প্রেমের আচারে
খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাচারে
মনের মরিচ ডুবিয়ে দিবাে প্রেমের আচারে
খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাচারে
ও দেনা আম লক্ষীর স্বাদ দেনা
ভালােবাসার রাত দেনা করে দেনা বেসামাল
আমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের উহ,উহ,ঝাল
উহ উহ ইস আহ,উহ উহ ঝাল
চিকনি চামেলি সােহাগী
মায়ায় দেবাে ফাসিয়ে
আই কুম বাই কুম সুখের
দরিয়ায় নেবাে ভাসিয়ে
ওই হই চিকনি চামেলি সােহাগী
মায়ায় দেবাে ফাসিয়ে
আই কুম বাই কুম সুখের
দরিয়ায় নেবাে ভাসিয়ে
দেনা চুম্মা দিয়ে মজা
দেনা,হবে কিছু লেনা দেনা
টাটা বাই টালমাটাল
তুমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
আমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের ঝাল
ওহ, একবার তুই খাইলে ঝালের মজা
পাইলে।
আসবে রে আবার কাল
তুমি দেখতে লালে লাল
রুপে গুল মরিচের উহ,উহ ঝাল
গান শেষে লাইক দিন প্লিজ