menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Allah Nobijir Nam

Hasanhuatong
ettecul1huatong
Lyrics
Recordings
আশে পাশের ময় মুরুব্বি

যে আছেন যেথায়

সত্যি কথা হায়

এই অন্ধ কালায় কয়

জগৎ নামের ইস্টিশনে

কারো থাকন নাই

কারো থাকন নাই

এই ইস্টিশনে ভাই

একবার আইসা থাইকা যাইবা

এমন হবার নয়

সবার যাইতে হয়

এক নতুন ঠিকানায়

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান

কারো নিস্তার নাই

কারো নিস্তার নাই

না হইলে মুমিন ভাই

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

............

Raja Rock Band

.............

আল্লার কাছে সবই আছে

একটা জিনিস নাই

নাইরে মিথ্যা নাই

তার সবই সত্যি ভাই

নবী বলছেন নামাজ পড়ো

রোজা রাখো তাই

এই দুনিয়াতে ভাই

বেহেশত যদি চাই

বাড়ি গাড়ি টাকা কড়ি

কিছুই রবে না

সঙ্গে যাবে না

সব হইয়া যাইবো ছাঁই

মাটির দেহ মাটি হইয়া

মিলবো মাটিতে

হইবো যাইতে সেই

আঁধার ঘরে ভাই

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

............

Raja Rock Band

.............

পিতা মাতার মত আপন

দুনিয়াতে নাই

নাইরে আপন নাই

কি কই শোনো ভাই

নিজে খাইছেন না খাইছেন কি

তাহার হিসাব নাই

নাইরে হিসাব নাই

সব সন্তানদের খাওয়াই

কত যত্নে লালন পালন

করছেন জীবন ভর

হইও না তার পর

তয় কানবা জীবন ভর

প্রাণের আপন সদাই যে জন

কাছে না আর রয়

সত্যি কথা হায়

এই অন্ধ কালায় কয়

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

আমার আল্লাহ নবীজির নাম

.....Thank You.......

More From Hasan

See alllogo

You May Like