menu-iconlogo
huatong
huatong
hasan-atho-dure-je-chole-geso-cover-image

Atho Dure Je Chole Geso

Hasanhuatong
⭐️forhad99⭐️BDSS⭐️huatong
Lyrics
Recordings
#Forhad99

হুম….

হুম….

না রা না না রা না

এত দূরে যে চলে গেছো

জানিনা তো কি অপরাধ

ফেরাবে যদি এ মন তোমার

বাকি কি বলো থাকবে আমার

এত দূরে যে চলে গেছো

জানিনা তো কি অপরাধ

ফেরাবে যদি এ মন তোমার

বাকি কি বলো থাকবে আমার

আমি জীবনের ছলাকলা আজো বুঝিনাই

ভালবাসি পৃথিবী তাই মিশে আছো নি:শ্বাসে

আমি জীবনের ছলাকলা আজো বুঝিনাই

ভালবাসি পৃথিবী তাই মিশে আছো নি:শ্বাসে

সেই বাতাসের ভরা বিশ্বাসে

তুমি ছাড়া কি আছে জানিনা তাহার

#Forhad99

স্মরণের আকাশ ভেলায়

আমারি বেদনা তারা ঘুড়ে বেড়ায়

সোনালী উল্কা ঝড়ের সাথে

হৃদয়ের স্বপ্নগুলো ঝড়ে যায়

আমি জীবনের ছলাকলা আজো বুঝিনাই

ভালবাসি পৃথিবী তাই মিশে আছো নি:শ্বাসে

সেই বাতাসের ভরা বিশ্বাসে

তুমি ছাড়া কি আছে জানিনা তাহার

#Forhad99

স্মরণের আকাশ ভেলায়

আমারি বেদনা তারা ঘুড়ে বেড়ায়

সোনালী উল্কা ঝড়ের সাথে

হৃদয়ের স্বপ্নগুলো ঝড়ে যায়

আমি জীবনের ছলাকলা আজো বুঝিনাই

ভালবাসি পৃথিবী তাই মিশে আছো নি:শ্বাসে

সেই বাতাসের ভরা বিশ্বাসে

তুমি ছাড়া কি আছে জানিনা তাহার

ফিরে এসো এইখানে

ফিরে এসো

চেয়ে দেখো সেই আমি তোমারই আছি

তোমারাই ভালবাসার মানুষ আমি

ভালবাসার মানুষ আমি সেই তোমারই আছি

সেই তোমারই তোমারই আছি

#Forhad99

More From Hasan

See alllogo

You May Like