menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Thakte Tumi (Unplugged)

Hasan S. Iqbalhuatong
mrssebringhuatong
Lyrics
Recordings
যদি থাকতে তুমি, বাঁচতে আমার লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি, কাটতো আমার দিনগুলো রঙিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি, সামনে তোমার এনে দিতাম সব

যা যা চাইতে তুমি

তুমি বলার আগে বুঝতাম আমি

যখন মন খারাপ করে থাকতে তুমি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন?

যদি থাকতে তুমি, বাঁচতে আমার লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি, কাটতো আমার দিনগুলো রঙিন

যদি থাকতে তুমি

আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর

আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর

তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি

উঠে এই মাতাল মনে ঝড়

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন?

যদি থাকতে তুমি, বাঁচতে আমার লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি, কাটতো আমার দিনগুলো রঙিন

যদি থাকতে তুমি

মাঝে মাঝে ভাবি সব দোষ যে আমারই

আমায় ভুলে যাওয়াটাই সহজ

মাঝে মাঝে ভাবি সব দোষ যে আমারই

আমায় ভুলে যাওয়াটাই সহজ

তুমি কবে আসবে, ভালোবাসবে আমাকে

এখনো এ আশায় থাকি রোজ

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন?

যদি থাকতে তুমি, বাঁচতে আমার লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি, কাটতো আমার দিনগুলো রঙিন

যদি থাকতে তুমি

More From Hasan S. Iqbal

See alllogo

You May Like