menu-iconlogo
huatong
huatong
avatar

Kande Hason Rajar Mon

Hason Rajahuatong
patholland78huatong
Lyrics
Recordings
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

মায়ে বাপে বন্দী হইয়া খুশিরও মাজারে

মায়ে বাপে বন্দী হইয়া খুশিরও মাজারে

লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে

মজবুতও পিঞ্জিরা ময়নায়

ভাঙ্গিতে না পারে রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া

কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া

ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া

যাইবার কালে নিঠুর

ময়না না চাইব ফিরিয়ারে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়

হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়

এমনও নিঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে...........মন ময়না রে

কান্দে হাছন রাজার ..........

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে

কান্দে হাছন রাজার মন ময়না রে

কান্দে হাছন রাজার মন ময়না রে

More From Hason Raja

See alllogo

You May Like

Kande Hason Rajar Mon by Hason Raja - Lyrics & Covers