যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না
তোমার মন যে পাথরে গড়া
হে হে,,তোমার মন যে পাথরে গড়া
তাই তো ভালবাসা হলো না ,
যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না
তোমার মন যে পাথরে গড়া
হে হে,,তোমার মন যে পাথরে গড়া
তাই তো ভালবাসা হলো না ,
যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না ,
P S G
আসমান আছে বলে আছে রে জমিন
সূর্য আছে বলে ওঠে প্রতিদিন
হে,,আসমান আছে বলে আছে রে জমিন
সূর্য আছে বলে ওঠে প্রতিদিন
ঐ আকাশে যদি মেঘ না থাকে
ঐ আকাশে যদি মেঘ না থাকে
কোন দিনও বৃষ্টি হয়না ,
যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না ,
আঁধার আছে বলে আছে রে আলো
যার মন আছে সেতো বাসবে ভালো
হে,,আঁধার আছে বলে আছে রে আলো
যার মন আছে সেতো বাসবে ভালো
তুমি যে এমন হৃদয় হীনা
তুমি যে এমন হৃদয় হীনা
এ কথা জানা ছিলো না
যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না
তোমার মন যে পাথরে গড়া
হে তোমার মন যে পাথরে গড়া
তাই তো ভালবাসা হলো না ,
যে কলমে কালি থাকে না
সে কলম দিয়ে লেখা যায় না
যে বাগানে ফুল ফোটে না
সে বাগানে ভ্রমর ও বসে না ,