menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Ei Path Jodi Na Sesh Hoy এই পথ যদি না শেষ হয়

: Hemant Kumar/Sandhya Mukhopadhyayhuatong
Rana_E_R_Shuatong
Lyrics
Recordings
এই পথ যদি না শেষ হয়

Singer: Hemant Kumar and Sandhya Mukhopadhyay

Arranged By Rana

*************

*************

(F) (লা লা লালা লা

লালা লা লা

লাল লা লা

লাল লা লা

লা লা লা)

(M)এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

*************

(M)এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(F)যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

*************

(M)এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(F)যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(M)এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি?

(F)(লাল লা লা লা .

লাল লা লা লা .

লাল লা লা

লাল লা লা

লাল লা লা লা .

লাল লা লা লা .

লাল লা লা লা .

লাল লা লা

লাল লা লা

লাল লা লা লা .)

(M)নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান

যেন যায় আজ হারিয়ে আকাশের

নীল দূর সীমা ছাড়িয়ে এই গান

(F)যেন যায় আজ হারিয়ে

প্রাণে যদি এ গানের রেশ রয়।

(M)যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(M+F)এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

*************

*************

(F) লালা লা লা লা লা লালা

(M) উহু হুম হুম হুম

কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের

ওই দোল দোল হাসিতে রাখালের,

কোন ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের

ওই দোল দোল হাসিতে

(F) মন আমার মিশে গেলে বেশ হয়

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(M+F) এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(F) যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

(M) এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

==ধন্যবাদ==

You May Like