Maa Go Bhabna Keno
Hemanta Mukhopadhya
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
আমরা হারবো না,হারবো না
তোমার মাঠির একটি কোণাও ছাড়বো না
আমরা হারবো না,হারবো না
তোমার মাঠির একটি কোণাও ছাড়বো না
আমরা পাজর দিয়ে দূগ্র মাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাচতে শুধু জানবো না
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাচতে শুধু জানবো না
আমরা চিরদিনি হাসি মুখে মরতে জানই
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোণে রইবো না
আমরা অপমান সইবো না
ভীরুর মত ঘরের কোণে রইবো না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি
ধন্যবাদ সবাইকে