menu-iconlogo
huatong
huatong
hridoy-khanporshi-tumi-amar-boshundhora-cover-image

Tumi Amar Boshundhora

Hridoy Khan/Porshihuatong
suryad1huatong
Lyrics
Recordings
কেনো ভাবো ছেড়ে যাবো তোমায়

ছেড়ে গেলে তোমায় পাবো কোথায়

তোমাকে নিয়ে জীবন আর

জীবন তো হয়না দু বার

তুমি আমার বসুন্ধরা

তুমি আমার বাঁচামরা

তুমি আমার রঙিন আশা

তুমি আমার ভালোবাসা

ওওও.......

তুমি আমার মন আকাশে

আলো হয়ে আছো পাশে

সে আলোতে নিভে গেলে

কি হবে দীপ শুধু জেলে

তোমাকে নিয়ে জীবন আর

জীবন তো হয়না দু বার

তুমি আমার বসুন্ধরা

তুমি আমার বাঁচামরা

তুমি আমার রঙিন আশা

তুমি আমার ভালোবাসা

নদী হারায় মোহনাতে

খুঁজি তোমায় দিন রাতে

এ পৃথিবী ধসে গেলে

তোবুও আমায় পাশে পাবে

তোমাকে নিয়ে জীবন আর

জীবন তো হয়না দু বার

তুমি আমার বসুন্ধরা

তুমি আমার বাঁচামরা

তুমি আমার রঙিন আশা

তুমি আমার ভালোবাসা

তুমি আমার বসুন্ধরা

তুমি আমার বাঁচামরা

তুমি আমার রঙিন আশা

তুমি আমার ভালোবাসা

তুমি আমার বসুন্ধরা

তুমি আমার বাঁচামরা

তুমি আমার রঙিন আশা

তুমি আমার ভালোবাসা

More From Hridoy Khan/Porshi

See alllogo

You May Like