menu-iconlogo
huatong
huatong
hridoy-khan-bolna-cover-image

Bolna

Hridoy Khanhuatong
mikeymillahuatong
Lyrics
Recordings
Bolna Hridoy Khan

মন তোরে বলি যত,

তুই চলেছিস তোরিই মত,

সাধ্য কি আমার, ছুটি তোর পিছনে।

মন বলি তুই ফিরে যা,

মন ছাড়া কি যায়রে বাচাঁ,

তুই ছাড়া কে আর, আছে এই জীবনে।

কি কারন অকারন

এত করিস জ্বালাতন,

ভাল লাগে না এ দোটানা

ও চাতন সারাক্ষন

বলনা তুই বলনা, কেন এ ছলনা,

ও মন তুই বলনা, ভালবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালবাসি বলনা ।।

এই কথা সেই কথা কত কথা যে বলিস

শুধু বলিস না মন কি কয়,

ভালবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস

শুধু বুঝিস না মন কি চায় ।।

কি কারন অকারন

এত করিস জ্বালাতন,

ভাল লাগে না এ দোটানা

ও চাতন সারাক্ষন

বলনা তুই বলনা, কেন এ ছলনা,

ও মন তুই বলনা, ভালবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালবাসি বলনা ।।

অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে

তোর মন বুঝাবি সন্ধ্যায়,

হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে

আর কিছুই দেবার তো নাই ।।

কি কারন অকারন

এত করিস জ্বালাতন,

ভাল লাগে না এ দোটানা

ও চাতন সারাক্ষন

বলনা তুই বলনা, কেন এ ছলনা,

ও মন তুই বলনা, ভালবাসি বলনা

বলনা তুই বলনা, ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা, ভালবাসি বলনা ।।

মন তোরে বলি যত,

তুই চলেছিস তোরিই মত,

সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।

মন বলি তুই ফিরে যা,

মন ছাড়া কি যায়রে বাচাঁ,

তুই ছাড়া কে আর আছে এই জীবনে।

কি কারন অকারন

এত করিস জ্বালাতন,

ভাল লাগে না এ দোটানা

ও চাতন সারাক্ষন

বলনা তুই বলনা কেন এ ছলনা,

ও মন তুই বলনা ভালবাসি বলনা

বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,

একবার শুধু বলনা ভালবাসি বলনা ।।

More From Hridoy Khan

See alllogo

You May Like