menu-iconlogo
logo

দিবসে তোমাকে চাই Dibosa Tomaka Chai

logo
Lyrics
দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

ভালোবাসি তোমাকে আমি

এই কথা তো কোনো কথা নয়

যদি ভালোবেসে মরনি না হয়

ভালোবাসি তোমাকে আমি

এই কথা তো কোনো কথা নয়

যদি ভালোবেসে মরনি না হয়

আষাঢ়ে তোমাকে চাই

শ্রাবনে তোমাকে চাই

শরৎ এ তোমাকে চাই

ফাগুনে তোমাকে চাই

তোমার বুকটা চিড়ে খুজে নিও মোরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

ভালোবেসে বুঝেছি আমি

এই জীবনে ভরবে না মন

কেন এত ছোট হয় গো জীবন

ভালোবেসে বুঝেছি আমি

এই জীবনে ভরবে না মন

কেন এত ছোট হয় গো জীবন

জীবনে তোমাকে চাই

মরনে তোমাকে চাই

শয়নে তোমাকে চাই

সপনে তোমাকে চাই

তোমার সঙ্গী হবো হাতে হাত ধরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে আরো আপন করে

আপনার চেয়ে আরো আপন করে

গানের সেসে সবাই Like করবেন প্লিজ