আমরা করব জয় , আমরা করব জয় ,
আমরা করব জয় নিশ্চয়
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়
আমাদের নেই কোন ভয়, আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয় আজ আর ,
আহা বুকের গভীরে আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়
আমরা নই একা, আমরা নই একা,
আমরা নই একা আজ আর ,
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়
শত যে সাথী, শত যে সাথী ,
শত যে সাথী মোদের,
আছে মুক্তি নুতন বক্ষ পাতি,
শত যে মোদের সাথী
আমরা করব জয় , আমরা করব জয় ,
আমরা করব জয় নিশ্চয়
আহা বুকের গভীরে, আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়
আমরা করব জয় নিশ্চয়