menu-iconlogo
logo

jao pakhi bolo tare short

logo
Lyrics
সোনার ও পালঙ্কের ঘরে

লিখেরেখে ছিলেম দ্বারে,

যাও পাখি বলো তারে, সে

যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো,

মনে রেখো এ আমারে...

বুকের ভেতর নোনা ব্যাথা,

চোখে আমার ঝরে কথা,

এপার ওপার তোলপার একা

বুকের ভেতর নোনা ব্যাথা,

চোখে আমার ঝরে কথা,

এপার ওপার তোলপার একা

যাও পাখি বলো তারে সে

যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো

মনে রেখো এ আমারে...

মেঘের ওপর আকাশ ওড়ে,

নদীর ওপার পাখির বাসা,

মনে বন্ধু বড় আসা

jao pakhi bolo tare short by Imon Shouquat - Lyrics & Covers