menu-iconlogo
logo

Tumi Arekbar Ashiya (Short)

logo
Lyrics
তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

আমি মনের সুখে একবার কানতে চাই

পোড়া বুকে দারুন খরা

চোক্ষের পানি চোখে নাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

না পারিলাম বাঁচতে আমি

না পারিলাম মরতে.....

না পারিলাম পিরিতের ওই

সোনার পাখি ধরতে

আমি একুল থেকে অকুল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

একুল থেকে অকুল গেলাম

ঘাটে ঘাটে চোখ রাখিলাম

আসায় আসায় ছিলাম

যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

তুমি আরেকবার আসিয়া

যাও মোরে কান্দাইয়া

Tumi Arekbar Ashiya (Short) by Imon Shouquat - Lyrics & Covers