বল সাথীয়া এই
ভাঙা মনে লাগে কি জোড়া
বল না বল হায়...
ডানা ছাড়া যায় কি উঁরা...
তুমিহীনা রাত দিন
হুম..
লাগে কি যে কঠিন
হুম..
কেউ জানে না জানে হৃদয়...
তুমি হীনা রাত দিন
হুম..
লাগে কি যে কঠিন
হুম..
কেউ জানে না জানে সময়...
বল সাথীয়া এই
ভাঙা মন লাগে কি জোড়া
বল না বল হায়
ডানা ছাড়া যায় কি উঁরা....
দিপ নিভে যাওয়া আরালে
কেন তুমি পা বাড়ালে
মেঘলা মোমেরই আকাশে
সূর্য হয়না উদয়
হুম....আ..
দিপ নিভে যাওয়া আরালে
কেন তুমি পা বাড়ালে
মেঘলা মোমেরই আকাশে
সূর্য হয়না উদয়
তুমি হীনা রাত দিন
হুম
লাগে কি যে কঠিন
হুম
কেউ জানে না জানে হৃদয়...
তুমি হীনা রাত দিন
হুম
লাগে কি যে কঠিন
হুম
কেউ জানে না জানে সময়...
বল সাথীয়া এই
ভাঙা মন লাগে কি জোড়া
বল না বল হায়
ডানা ছাড়া যায় কি উঁরা...
ও..ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে
স্বপ্ন জরানো দুচোখে
লুকিয়ে আছে সংশয়
হুম....আ..
ঘুম উঁরে যাওয়া এ রাতে
চাই যে তোমাকে ফেরাতে
স্বপ্ন জরানো দুচোখে
লুকিয়ে আছে সংশয়
তুমি হীনা রাত দিন
হুম
লাগে কি যে কঠিন
হুম
কেউ জানে না জানে হৃদয়...
তুমি হীনা রাত দিন
হুম
লাগে কি যে কঠিন
হুম
কেউ জানে না জানে সময়...
বল সাথীয়া এই
ভাঙা মন লাগে কি জোড়া
বল না বল হায়
ডানা ছাড়া যায় কি উঁরা....