menu-iconlogo
huatong
huatong
imran-mahmudulporshi-jonom-jonom-cover-image

Jonom Jonom

Imran Mahmudul/Porshihuatong
Տíցʍɑҍօղժհօղ🇧🇩🇧🇩🇧🇷🇧🇷huatong
Lyrics
Recordings
এতোদিনে পেয়েছি যে আমি

সেই তোমারই দেখা

হারাতে দেবো না তোমায়

আসুক যতই বাঁধা

যতনে রেখেছি তোমায়

এই মনেরই মনি কোঠায়

কখনো ভুলো না আমায়

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

জীবন আমার হলো রঙ্গিন

যখনই দু'হাত বাড়ালে

স্বর্গেরই সুখ পাই যে আমি

সামনে তুমি দাঁড়ালে

জীবন আমার হলো রঙ্গিন

যখনই দু'হাত বাড়ালে

স্বর্গেরই সুখ পাই যে আমি

সামনে তুমি দাঁড়ালে

অনুভবের চাদরে

শুধু তোমায় জড়াবো

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে

ডুবেছি অথৈ স্বপনে

ভালোবাসার এই অনুরাগ

ছড়াও সারা ভুবনে

.

তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে

ডুবেছি অথৈ স্বপনে

ভালোবাসার এই অনুরাগ

ছড়াও সারা ভুবনে

বেঁচে থাকবো যতদিন

শুধু তোমারই রবো

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

ভালোবাসি তোমায়

ভালোবেসে যাব

জনম জনমে সাথী হবো

More From Imran Mahmudul/Porshi

See alllogo

You May Like