menu-iconlogo
huatong
huatong
imran-mahmudul--cover-image

সখি ভালোবাসা কারে কয়

Imran Mahmudulhuatong
nubiaallenhuatong
Lyrics
Recordings
বলো তুমি....

আর কতদিন

রবে দূরে....এ এ এ

আমায় ছেড়ে

মনে মনে.....

কল্পনাতে.....

আসো কেন....ও ও ও

বারে বারে....

কেন একা ফেলে চলে গেলে

দুঃখ দিয়ে না ফেরার দেশে

এরি..নাম কি...ভালোবাসা......

সখি ভালোবাসা কারে কয়

সখি ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখি ভালোবাসা কারে কয়

সখি ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়।

প্লীজ!কেহ কপি করবেন না!

This track

গানের শেষে লাইক না দেন কিন্তু!

অনুরোধ!আনলাইক করবেন না

লাইক না দিলে স্কিপ করে যান।

সখি তুমি কেনো ওগো কেন বোঝনা

তুমি হিনা একাকী সময় কাটে না

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্ন বাসা

তুমি যে আমার মোনেরি

প্রথম শেষ আশা

মন আজও পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেন অভিমান করে

চলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখি ভালোবাসা কারে কয়

সখি ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়।

গানের শেষে লাইক না দেন কিন্তু!

অনুরোধ!আনলাইক করবেন না

লাইক না দিলে স্কিপ করে যান।

এখনো তোমার আশায়

পথ চেয়ে থাকি

কেন তুমি স্বপ্নে এসে

দাও মিছে ফাঁকি

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্ন বাসা

তুমি যে আমার মোনেরি

প্রথম শেষ আশা

মন আজও পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেন অভিমান করে

চলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখি ভালোবাসা কারে কয়

সখি ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখি ভালোবাসা কারে কয়

সখি ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়।

দয়া করে গানটি সেভ করে লাইক দিন।

More From Imran Mahmudul

See alllogo

You May Like