menu-iconlogo
huatong
huatong
avatar

Shobai Chole Jabe

Imran Mahmudulhuatong
SPROUT🌱huatong
Lyrics
Recordings
সবাই চলে যাবে..

একজনই পারবে না

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না..

সবাই চলে যাবে।

একজনই পারবে না

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না।

মন ভালো নেই..

জানি মন তবু হারবে না..

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না..

সবাই চলে যাবে।

একজনই পারবে না।

একজন কেউ থাকুক..

যে তোমাকে ছাড়বে না..

এক জনই কেউ ভালোবেসে যাবে..

থেকে থেকে দুঃখ শুধু পাবে

করবেনা কেউ হিসেব নিকেশ

কারো ধার ধারবে না..

এক জনেই কেউ ভালোবেসে যাবে।

থেকে থেকে দুঃখ শুধু পাবে

করবেনা কেউ হিসেব নিকেশ

কারো ধার ধারবে না

মন ভালো নেই..

জানি মন তবু হারবে না

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না..।

সবাই চলে যাবে..

একজনই পারবে না..

একজন কেউ থাকুক।

যে তোমাকে ছাড়বে না।

সবাই চলে যাবে..

একজনই পারবে না..

একজন কেউ থাকুক।

যে তোমাকে ছাড়বে না।

একজনই কেউ হৃদয় বুঝে নেবে..

সাগর সেচে মুক্ত এনে দেবে

চাইলেই পাবে, না চাইলেও,

নিজের কথা ভাববে না..

একজনই কেউ হৃদয় বুঝে নেবে।

সাগর সেচে মুক্ত এনে দেবে

চাইলে পাবে, না চাইলেও,

নিজের কথা ভাববে না।

মন ভালো নেই..

জানি মন তবু হারবে না..

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না..

সবাই চলে যাবে।

একজনই পারবে না..।

সবাই চলে যাবে..

একজনই পারবে না..

o সমাপ্ত o o o o o o

More From Imran Mahmudul

See alllogo

You May Like