Song : Sondha Tara
Singer: Imran Mahmudul
Lyric: Sharif Al Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
আমায় রেখে একলা একা,হোসনা নিরুদ্দেশ
ভালোবেসে তোর পাশে,এইতো আছি বেশ
হো... আমায় রেখে একলা একা,হোসনা নিরুদ্দেশ
ভালোবেসে তোর পাশে,এইতো আছি বেশ
ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই..
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
ভাবনা গুলো তোকে নিয়ে,দিচ্ছে হামাগুড়ি
তোর আকাশে মেঘের পাশে উড়ছে ইচ্ছে গুড়ি
হো..ভাবনাগুলো তোকে নিয়ে,দিচ্ছে হামাগুড়ি
তোর আকাশে মেঘের পাশে উড়ছে ইচ্ছে গুড়ি
ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই..
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই
আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই