menu-iconlogo
huatong
huatong
avatar

Mono Mor Meghero Shongi

Indranil Senhuatong
conefazhuatong
Lyrics
Recordings
মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিক দিগন্তের পানে

নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিক দিগন্তের পানে

নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।

মন মোর মেঘের সঙ্গী।

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে।

মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে

ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত আলোকে।

ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।।

কলো কলো কলমন্দ্রে নির্ঝরিণী

ডাক দেয় প্রলয় আহ্বানে।।

মন মোর মেঘের সঙ্গী।

বায়ু বহে পূর্বসমুদ্র হতে

উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে।

বায়ু বহে পূর্বসমুদ্র হতে

উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে।

মন মোর ধায় ভারি মত্ত প্রবাহে

তাল তমাল অরণ্যে

মন মোর ধায় ভারি মত্ত প্রবাহে

তাল তমাল অরণ্যে

ক্ষুব্ধ শাখার আন্দোলনে।।

মন মোর মেঘের সঙ্গী

উড়ে চলে দিক দিগন্তের পানে

নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে

রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।

মন মোর মেঘের সঙ্গী।

More From Indranil Sen

See alllogo

You May Like

Mono Mor Meghero Shongi by Indranil Sen - Lyrics & Covers