Bokul Phool
Joler Gaan
Uploaded by Isfaq (Sam's Family)
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
যার সনে যার ভালোবাসা
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
Uploaded by Isfaq (Sam's Family)
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে
হরিণডাঙার মাঠে
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে
হরিণডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
Uploaded by Isfaq (Sam's Family)
শাওন ভাদর মাসে
জামাই আদর করে
জামাই আদর করে
শাওন ভাদর মাসে
জামাই আদর করে
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে
বকুল ফুল, বকুল ফুল
সোনা…