menu-iconlogo
huatong
huatong
jagjit-sing-beshi-kichu-asha-kora-bhul-cover-image

Beshi Kichu Asha Kora Bhul

Jagjit Singhuatong
tanujasinghhuatong
Lyrics
Recordings

বেশি কিছু আসা করা ভূল

বুজলাম আমি এতো দিনে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

মুক্তি মিলেনা সহজে

ঝড়ালে হৃদয় কোনু ঋণে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

এই জগতে এমন ও লোক থাকে

সপ্ন দেখতে নেই যাকে

এই জগতে এমন ও লোক থাকে

সপ্ন দেখতে নেই যাকে।

দুক্ষের মূল্ল্য কে যে..

কঠিন সত্ত্য কে নেয় কিনে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

মুক্তি মিলেনা সহজে

ঝড়ালে হৃদয় কোনু ঋণে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

আমি সেই সে দলের এক জনা

বুকে যার শুধু বঞ্চনা

আমি সেই সে দলের এক জনা

বুকে যার শুধু বঞ্চনা

যে বড়ষার মেঘ পেরিয়ে

আসেনা আলোর আশিনে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

মুক্তি মিলেনা সহজে

ঝড়ালে হৃদয় কোনু ঋণে

বেশি কিছু আসা করা ভূল

বুজলাম আমি এতো দিনে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

বেশি কিছু আসা করা ভূল

বুঝলাম আমি এতো দিনে

বেশি কিছু আসা করা ভূল

হু হু হু হু হু হু

More From Jagjit Sing

See alllogo

You May Like