menu-iconlogo
huatong
huatong
avatar

KOBITA

Jameshuatong
geromefernandohuatong
Lyrics
Recordings
জয় গুরু

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল

ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি

অর্জন করেন। পরবর্তীতে তিনি নগর বাউল

নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল

এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায়

তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন।

গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি

নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট

কবিতা

তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না

কবিতা

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম....পাতার জল

পদ্ম....পাতার জল

কবিতা

তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না

কবিতা

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা

করেছেন। যাদের মধ্যে কবিশামসুর রাহমান,

প্রিন্স মাহমুদ,শিবলি,দেহলোভি উল্লেখযোগ্য

কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন,

মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের

মত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন

বেদনা সিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন

যতদূর জানে এ ব্যাকুল হৃদয়

নীল বিষের পেয়ালা মনের বাঁধন

বেদনা সিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন

যতদূর জানে এ ব্যাকুল হৃদয়

নীল বিষের পেয়ালা মনের বাঁধন

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম....পাতার জল

পদ্ম....পাতার জল

কবিতা

তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না

কবিতা

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে

তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড

মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায়

তার প্রথম একক অ্যালবাম অনন্যা।

পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম

পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল

নয়ন গভীরে...আকিনা

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা

কোথায় হারালে বল পাবো তোমায়

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়

নয়ন গভীরে...আকিনা

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা

কোথায় হারালে বল পাবো তোমায়

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম....পাতার জল

পদ্ম....পাতার জল

কবিতা

তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না

কবিতা

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল

পদ্ম পাতার জল

পদ্ম পাতার জল

বেচে থাকলে আবার থাকলে

জয় গুরু

More From James

See alllogo

You May Like

KOBITA by James - Lyrics & Covers