গানঃ সোনালী ফ্রেমে তোমার ছবি বাধা
শিল্পীঃ এস ডি রুবেল
গীতিকারঃ এস ডি রুবেল
সুর ও সঙ্গীতঃ প্রণব ঘোষ
চয়েস & আপলোড
Jannat Ahmmed
গানের পাখি ফ্যামিলি
================
M=সোনালী ফ্রেমে
তোমার ছবি বাঁধা
যত দেখি মন ভরেনা
মায়াবী নয়নে
তাকিয়ে আছো শুধু
কেন তুমি কথা বলোনা
F=তোমার নীরবতা
হৃদয়ে আমার
ভালো লাগেনা ভালো লাগেনা
সোনালী ফ্রেমে
তোমার ছবি বাঁধা
যত দেখি মন ভরেনা
============
হৃদয় স্পর্শ করা গানের মিউজিক
পেতে চাইলে অবশ্যই একবার
আমার সংবুক চেক করতে পারেন
আশা করি মনের মত
কিছু গান পাবেন
চয়েস & আপলোড
Jannat Ahmmed
গানের পাখি ফ্যামিলি
===========
M=পুরনো স্মৃতির ভীড়ে
আজও একা রাত কাটে
কেউ জানেনা
অশ্রুতে দুটি চোখ
যায় ভরে যায়
কিছুতেই ঘুম আসেনা
F=বিরহী জীবনে আজ
একাকী থাকা
প্রাণে সহেনা প্রাণে সহেনা
সোনালী ফ্রেমে
তোমার ছবি বাঁধা
যত দেখি মন ভরেনা
=============
অবসরে গানের সাথে থাকুন
দূর হয়ে যাক মনের ক্লান্তি
গানে গানে কেটে যাক
কিছুটা সময়
পাশেই থাকুন পাশে রাখুন
চয়েস & আপলোড
Jannat Ahmmed
গানের পাখি ফ্যামিলি
============
M=নীরবে সরে গেলে
আমারই জীবন থেকে
ফিরে এলেনা
সুখেরই আশায় যে
জ্বেলেছো প্রদীপ
নিভিয়ে কেন গেলেনা
F=মোমেরই মত শুধু
পুড়ে কি যাবো
বলে যাওনা বলে যাওনা
M=সোনালী ফ্রেমে
তোমার ছবি বাঁধা
যত দেখি মন ভরেনা
মায়াবী নয়নে
তাকিয়ে আছো শুধু
কেন তুমি কথা বলোনা
F=তোমার নীরবতা
হৃদয়ে আমার
ভালো লাগেনা ভালো লাগেনা
সোনালী ফ্রেমে
তোমার ছবি বাঁধা
যত দেখি মন ভরেনা
==ধন্যবাদ==