menu-iconlogo
huatong
huatong
jeet-ganngulianweshaa-aaj-amaye-cover-image

Aaj Amaye

Jeet Gannguli/Anweshaahuatong
hjalmers2huatong
Lyrics
Recordings
আজ আমায় সপ্ন দেখাবি আয়...

এক নতুন গল্প শোনাবি আয়

আজ আমায় সপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

আজ আমায় সপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

দুজনের একা হওয়া...

আমাদের দেখা হওয়া

যেন লিখে রাখা ছিল তাই

দুটি পাখি একি ডালে

হাওয়াদের তালে তালে

পাশা পাশি উড়ে চলে যায়

হো কত হাসি কত কথা বারে মনে মনে..

পোড়েনা তোরই ছবি একেছি গোপনে

আজ কেমন শুন্য তোকে ছাড়া...

ইচ্ছেরা দিচ্ছে সেই ইশারা

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

আমি তোর ছায়া হবো...

কিছুটা বেহায়া হবো

চেয়ে নেব সেরা আবদার

ঘুমেরও ভিতরে তোকে

ঘোরো বন অরণ্যতে

ঢেকে দেবো মেঘেতে আবাস

হো কত হাসি কত কথা বারে মনে মনে..

পোড়েনা তোরই ছবি একেছি গোপনে

আজ আমায় সপ্ন দেখাবি আয়..

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়...

তুই মিলে যা আমার গল্পটায়

তুই মিশে যা আমার কল্পনায়...

তুই মিলে যা আমার গল্পটায়

তুই মিশে যা আমার কল্পনায়...

তুই মিলে যা আমার গল্পটায়

More From Jeet Gannguli/Anweshaa

See alllogo

You May Like