menu-iconlogo
logo

Aj amaye power movie

logo
Lyrics

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শুনাবি আয়

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শুনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শুনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

দুজনার একা হাওয়া

আমাদের দেখা হাওয়া

যেন লিখে রাখা ছিলো তাই

দুটো পাখি এ কি ডালে

হাওয়াদের তালে তালে

পাশাপাশি উরে চলে যায়

ও ও কত হাসি কত কথা

বারে মনে মনে

তোর নামে তোর ছবি একেছি গোপনে

আজ কেমন শুন্য তোকে ছাড়া

ইচ্ছারা দিচ্চে সে ইশারা

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

আমি তোর ছায়া হবো

কিছুটা বেহায়া হবো

চেয়ে নেবো চেনা আবদার

ঘুমের ভিতরে তোকে

ঘুরাবো নয়ন নদী

ডেকে দেবো মেঘেতে আবার

হুমম কত হাসি কত কথা

বারে মনে মনে

তোর নাম তোরই চবি একেছি গোপনে

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শুনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

Aj amaye power movie by Jeet Gannguli/Anweshaa - Lyrics & Covers