menu-iconlogo
logo

Jani Sob Kichu Vule Thaka

logo
avatar
Jewellogo
💥Shahriar_Islamlogo
Sing in App
Lyrics
শিরোনাম<>জানি সবকিছু ভুলে থাকা

আপলোড বাই<>শাহরিয়ার ইসলাম

চয়েজ নাই<>শাহরিয়ার ইসলাম

মিউজিক ফলো করে গান করুন

জানি সবকিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না,

সব স্মৃতি মুছে ফেলা যায়..,

তোমার স্মৃতি মোছা যায় না।

জানি সবকিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না,

সব স্মৃতি মুছে ফেলা যায়,

তোমার স্মৃতি মোছা যায় না

আপলোড বাই<>শাহরিয়ার ইসলাম

চয়েজ নাই<>শাহরিয়ার ইসলাম

মিউজিক ফলো করে গান করুন

======================

পাখিদের গান যদি না শোনা যায়

লাগবেনা ভাল এই পৃথিবী..

তোমাকে যদি আমি কাছে না পাই..

শুণ্য হয়ে যাবে আমারই সবই,

বেদোনার সব ব্যথা যায় ভোলা যায়..

তোমার বিরহ ভোলা যায় না..।

জানি সবকিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না,

সব স্মৃতি মুছে ফেলা যায়..,

তোমার স্মৃতি মোছা যায় না।

আপলোড বাই<>শাহরিয়ার ইসলাম

চয়েজ নাই<>শাহরিয়ার ইসলাম

মিউজিক ফলো করে গান করুন

======================

আকাশের বুকে যদি মেঘ না থাকে,

বৃষ্টিতে ভিজবেনা এই পৃথিবী...ই।

আমার ই বুকে যদি তুমি না থাকো..,

আঁধারে হারাবে আমারই সবই....

কষ্টের সব জ্বালা যায় সোয়া যায়..

তোমার দূরে থাকা সয়না..।

জানি সবকিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না,

সব স্মৃতি মুছে ফেলা যায়..,

তোমার স্মৃতি মোছা যায় না।

জানি সবকিছু ভুলে থাকা যায়

তোমাকে ভুলে থাকা যায় না,

সব স্মৃতি মুছে ফেলা যায়,

তোমার স্মৃতি মোছা যায় না।

ধন্যবাদ

Jani Sob Kichu Vule Thaka by Jewel - Lyrics & Covers