আকাশের হাতে আছে একরাশী নীল
শিল্পীঃবিউটি ক্লোজাপ ও্যান
আপ্লোডারঃ জীবন সাথি ও সাথি
আকাশের হাতে আছে একরাশী নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রীর গায়ে জ্বলে জোনাকী
তটিনির বুকে মিদূ ছন্দঃ
আকাশের হাতে আছে একরাশী নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রীর গায়ে জ্বলে জোনাকী
তটিনির বুকে মিদূ ছন্দঃ
jibon sathi
FolloW Me
আমার এ দু হাত শুদু রিক্ত
আমার এ দু চোখ জ্বলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ
আকাশের হাতে আছে একরাশী নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রীর গায়ে জ্বলে জোনাকী
তটিনির বুকে মিদূ ছন্দঃ
jibon sathi
FolloW Me
ভেবে তো পাইনা আমি কি হলো আমার
লজ্জা প্রহরে কেন খোলে নাকো দ্বার
ভেবে তো পাইনা আমি কি হলো আমার
লজ্জা প্রহরে কেন খোলে নাকো দ্বার
জানিনা কেমন করে বলবো
খেয়ালে কতই ভেসে চলবো
বলি বলি করে তবু বলা হলনা
বলি বলি করে তবু বলা হলনা
জানিনা কিসে এত দ্বন্দ
আকাশের হাতে আছে একরাশী নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রীর গায়ে জ্বলে জোনাকী
তটিনির বুকে মিদূ ছন্দঃ
আকাশের হাতে আছে একরাশী নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রীর গায়ে জ্বলে জোনাকী
তটিনির বুকে মিদূ ছন্দঃ
Thank You