menu-iconlogo
huatong
huatong
avatar

যার কারনে ছাড়লাম আমি

Jisan Khan Shuvohuatong
oldfogey273huatong
Lyrics
Recordings
আরে যার কারনে ছাড়লাম আমি জগতও সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন

যার কারনে ছাড়লাম আমি জগতও সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

আরো নতুন নতুন মিউজিক পেতে

আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো

এ ভরা জোছনায় তুই কার পাশে

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে

জ্বলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো

এ ভরা জোছনায় তুই কার পাশে

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে

বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই

এই রঙ্গের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

এ রঙ্গের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিক ই

নিতে তোর খোঁজ।

লাইক প্লিজ

More From Jisan Khan Shuvo

See alllogo

You May Like