menu-iconlogo
huatong
huatong
joler-gaan-dure-thaka-megh-cover-image

Dure Thaka Megh

Joler Gaanhuatong
sabaytayohuatong
Lyrics
Recordings
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

মন, মন, মন সে তো পাল ছেঁড়া তরী

মন, মন, মন সে তো পাল ছেঁড়া তরী

যতদূরই যাক সে সবটুকু তোরই

সবটুকু কতটুকু একরত্তির

সবকথা শেষ হলে এক সত্যির

মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে

মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে

তুমি আমি সব্বাই সকলের হাতে

তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ

মন, মন, মন সে তো কত কথা বলে

মন, মন, মন সে তো কত কথা বলে

তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে

উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি

সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি!

কার গান কোন গান তুমি কিছু জানো?

কার গান কোন গান তুমি কিছু জানো?

জানো যদি তবে কেন এত কাছে টানো

তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ

শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক

উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে

More From Joler Gaan

See alllogo

You May Like