menu-iconlogo
huatong
huatong
avatar

Bokul ful bokul ful

Joler Gaan Emonhuatong
obgermercierhuatong
Lyrics
Recordings
বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

যার সঙ্গে যার ভালোবাসা,

যার সঙ্গে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো ।

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

আমার জামাই ধান বায়,

হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে ।

আমার জামাই ধান বায়,

হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে ।

সোনা দেহে ঘাম ঝরে ,

সোনা দেহে ঘাম ঝরে ,

দেইখা পরান বাঁচে লো !

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে ।

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে ।

ইচ্ছে জামাই করবো আদর,

ইচ্ছে জামাই করবো আদর,

ত্যানা পোহায় করে লো ।

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

যার সঙ্গে যার ভালোবাসা,

যার সঙ্গে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো ।

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

You May Like