menu-iconlogo
huatong
huatong
joler-gaan-pakhir-gaan-cover-image

Pakhir Gaan

Joler Gaanhuatong
mike_nzohuatong
Lyrics
Recordings
শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

মাটির ঘরে বসত পাখির

মাটিতে ঘর তোলে

মাটির ঘরে বসত পাখির

মাটিতে ঘর তোলে

ধরতে গেলে শুয়া পাখি

শুন্যে উড়াল মারে

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

বনে বনে ওড়ে পাখি

মনে পড়ে ছায়া

বনে বনে ওড়ে পাখি

মনে পড়ে ছায়া

কোনবা দেশে কোনবা বেশে

পড়ে রবে কায়া

কোনবা দেশে কোনবা বেশে

পড়ে রবে কায়া

শুয়া যায়

শুয়া যায়

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

কালো রঙের গড়ন পাখির

সাদা রঙে ছাওয়া

কালো রঙের গড়ন পাখির

সাদা রঙে ছাওয়া

নিজ দেশে নয় বৈদেশে

রঙ্গিলা নাও বাওয়া

নিজ দেশে নয় বৈদেশে

রঙ্গিলা নাও বাওয়া

শুয়া যায়

শুয়া যায়

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

মাটির ঘরে বসত পাখির

মাটিতে ঘর তোলে

মাটির ঘরে বসত পাখির

মাটিতে ঘর তোলে

ধরতে গেলে শুয়া পাখি

শুন্যে উড়াল মারে

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

শুয়া, যাও, যাও রে

যাও রে তেপান্তর

More From Joler Gaan

See alllogo

You May Like