menu-iconlogo
huatong
huatong
joy-shahriar-shopno-dekhar-phaake-cover-image

Shopno Dekhar Phaake

Joy Shahriarhuatong
mskellkel69huatong
Lyrics
Recordings
তোমার স্বপ্ন দেখার ফাঁকে

তোমার জীবন চলার বাঁকে

যদি হঠাৎ করে ভুল করেও একটু সময় থাকে

তুমি আমায় একটু ডেকো

তুমি একটু চেয়ে থেকো

জেনো তোমার মাঝেই আমার স্বপ্ন, জীবন বেঁচে থাকে

তোমার স্বপ্ন দেখার ফাঁকে

তোমার জীবন চলার বাঁকে

যদি হঠাৎ করে ভুল করেও একটু সময় থাকে

তুমি আমায় একটু ডেকো

তুমি একটু চেয়ে থেকো

জেনো তোমার মাঝেই আমার স্বপ্ন, জীবন বেঁচে থাকে

তোমার স্বপ্ন দেখার ফাঁকে

তুমি আমার চোখে নীল

যেন আকাশ প্রতিদিন

তুমি আমার মনে ঢেউ

আমি তোমাতে বিলীন

তুমি আমার চোখে নীল

যেন আকাশ প্রতিদিন

তুমি আমার মনে ঢেউ

হই তোমাতেই বিলীন

তোমার স্বপ্ন দেখার ফাঁকে

তোমার জীবন চলার বাঁকে

যদি হঠাৎ করে ভুল করেও একটু সময় থাকে

তুমি আমায় একটু ডেকো

তুমি একটু চেয়ে থেকো

জেনো তোমার মাঝেই আমার স্বপ্ন, জীবন বেঁচে থাকে

তোমার স্বপ্ন দেখার ফাঁকে

More From Joy Shahriar

See alllogo

You May Like